মন্ত্রীর বাণী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ জনবল সমৃদ্ধ  আইন ও বিচার বিভাগ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেশাদারিত্বের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।  সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ বাস্তবায়নেও আইন ও বিচার বিভাগ প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিবাহ-তালাক পোর্টাল (https://marriage.gov.bd)।

আমি এটা জেনে খুশি যে, এ পোর্টালের মাধ্যমে সকল ধর্মের মানুষ বিবাহ কিংবা তালাক সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই পাবেন। এছাড়া সকল ধর্মের বিবাহ সংক্রান্ত আইনকে একস্থানে আনা সম্ভব হয়েছে। আমরা জানি, বিবাহ কিংবা তালাকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক।  এ পোর্টালের মাধ্যমে যে কোন নাগরিক তার এলাকার জন্য নির্ধারিত নিকাহ রেজিস্ট্রারের তথ্য পাবেন। এছাড়াও বাংলাদেশের সকল ধর্মের বিবাহ-তালাক সম্পর্কিত বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই পোর্টাল ব্যবহারের মাধ্যমে সাধারণ নাগরিকগণ উপকৃত হবেন।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নের পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বল্প সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আইন ও বিচার বিভাগ বর্তমানে  বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়েছে।

আমি আশা করব, স্বচ্ছ,দক্ষ ও সেবামুখী আইন ও বিচার বিভাগ আন্তরিকতার সাথে “ডিজিটাল বাংলাদেশ” গড়তে কাজ করে যাবে।

 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

 

আনিসুল হক, এম.পি
মাননীয় মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

মন্ত্রীর বাণী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ জনবল সমৃদ্ধ  আইন ও বিচার বিভাগ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেশাদারিত্বের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।  সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ বাস্তবায়নেও আইন ও বিচার বিভাগ প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিবাহ-তালাক পোর্টাল (https://marriage.gov.bd)। আমি এটা জেনে খুশি যে, এ
(বিস্তারিত দেখুন)
সচিবের বাণী
বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত সেবা দ্রুত জনগণের দরজায় পৌঁছানোর জন্য আইন ও বিচার বিভাগ বদ্ধ পরিকর। দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নতুন শিল্প বিপ্লব শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে সেবা সহজীকরণের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এম.পি মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায়  আইন
(বিস্তারিত দেখুন)