সংশ্লিষ্ট শাখা

নিকাহ্‌ ও তালাক সংক্রান্ত সকল দায়িত্ব পালন করে আইন ও বিচার বিভাগের বিচার শাখা -৭।

বিচার শাখা-৭ এর কার্যাবলীঃ

১)      সমগ্র বাংলাদেশে নিকাহ্‌ ও তালাক রেজিস্ট্রার বিষয়ক কার্যাদি;

২)      নিকাহ্‌ ও তালাক রেজিস্ট্রারগণের ফিস ও কমিশন নির্ধারণ সংক্রান্ত কার্যাবলী তদারকি এবং উদ্ভূত বিরোধ নিস্পত্তি;

৩)      মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রী সংক্রান্ত আইন, বিধি, ইত্যাদি প্রণয়ন/সংশোধন বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন ও এতদ্‌সংক্রান্ত কার্যাবলী সম্পাদন;

৪)      সরকার কর্তৃক নির্ধারিত হারে নিকাহ্‌ ও তালাক রেজিস্ট্রী ফিস/কমিশন আদায় হচ্ছে কিনা তা তদারকি এবং ব্যবস্থা গ্রহণ;

৫)      সকল প্রকার নিয়োগ, গুরুত্বপূর্ণ নোটিশ ও অফিস আদেশ, বিভিন্ন ফি/কমিশন হার ইত্যাদি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নিমিত্ত সংশ্লিষ্ট প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি/অফিস আদেশ এর কপি অবিলম্বে আইসিটি সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে প্রেরণ;

৬)      শাখা সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নের জবাব, প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তুত ও সংশ্লিষ্ট শাখায় প্রেরণ;

৭)      ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন।

মন্ত্রীর বাণী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ জনবল সমৃদ্ধ  আইন ও বিচার বিভাগ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেশাদারিত্বের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।  সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ বাস্তবায়নেও আইন ও বিচার বিভাগ প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিবাহ-তালাক পোর্টাল (https://marriage.gov.bd)। আমি এটা জেনে খুশি যে, এ বিস্তারিত দেখুন
সচিবের বাণী
বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত সেবা দ্রুত জনগণের দরজায় পৌঁছানোর জন্য আইন ও বিচার বিভাগ বদ্ধ পরিকর। দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নতুন শিল্প বিপ্লব শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে সেবা সহজীকরণের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এম.পি মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায়  আইন বিস্তারিত দেখুন