সচিবের বাণী

বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত সেবা দ্রুত জনগণের দরজায় পৌঁছানোর জন্য আইন ও বিচার বিভাগ বদ্ধ পরিকর। দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নতুন শিল্প বিপ্লব শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে সেবা সহজীকরণের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এম.পি মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায়  আইন ও বিচার বিভাগ ডিজিটাইজেশনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সকল ধর্মের বিবাহ-তালাক সংক্রান্ত আইন-বিধি, বিবাহ রেজিস্ট্রারদের ডাটাবেসসহ এ সংক্রান্ত যাবতীয় তথ্য একটি প্লাটফর্মে এনে তা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে চালু করা হয়েছে বিবাহ-তালাক পোর্টাল (marriage.gov.bd)।

এ পোর্টালের মাধ্যমে যে কোন ধর্মের নাগরিক বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইন ও পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। এমনকি একজন নাগরিক তার স্থানীয় বিবাহ নিবন্ধক সম্পর্কেও জানতে পারবেন। এর ফলে একদিকে মানুষ বিবাহ-তালাক সংক্রান্ত বিভিন্ন হয়রানি থেকে রেহাই পাবে, অন্যদিকে ভূয়া বিবাহ রেজিস্ট্রার সহজেই চিহ্নিত হবে। পোর্টালে যুক্ত করা হয়েছে বিবাহ রেজিস্ট্রেশন ফি ক্যালকুলেটর। এর মাধ্যমে যে কোন ব্যক্তি বিবাহের ফি হিসাব করে জানতে পারবেন।  রয়েছে বিবাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য। ফলে একজন ব্যক্তি বিবাহ রেজিস্ট্রার হতে চাইলে তিনি সহজেই এ সংক্রান্ত আইন ও পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।

আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন এ পোর্টালের মাধ্যমে বিবাহ-তালাক সংক্রান্ত আপনার কাঙ্খিত তথ্য এবং সরকারি সেবা সম্পর্কে মুহূর্তেই জানতে পারবেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে একটি গতিশীল ও দক্ষ প্রযুক্তিনির্ভর আইন ও বিচার প্রশাসন গড়ে তুলতে ডিজিটাইজেশন উদ্যোগ অব্যহত থাকবে।

 

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

 

মোঃ গোলাম সারওয়ার

সচিব, আইন ও বিচার বিভাগ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

মন্ত্রীর বাণী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ জনবল সমৃদ্ধ  আইন ও বিচার বিভাগ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেশাদারিত্বের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।  সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ বাস্তবায়নেও আইন ও বিচার বিভাগ প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিবাহ-তালাক পোর্টাল (https://marriage.gov.bd)। আমি এটা জেনে খুশি যে, এ
(বিস্তারিত দেখুন)
সচিবের বাণী
বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত সেবা দ্রুত জনগণের দরজায় পৌঁছানোর জন্য আইন ও বিচার বিভাগ বদ্ধ পরিকর। দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নতুন শিল্প বিপ্লব শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে সেবা সহজীকরণের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এম.পি মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায়  আইন
(বিস্তারিত দেখুন)