গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন ও বিচার বিভাগ

সারাদেশের বিবাহ নিবন্ধকগণের ডিজিটাল ডাটাবেইস

প্রশ্নঃ আমি আমার তথ্য প্রিন্ট করব কিভাবে ।
উত্তরঃ মেনু বারে প্রিন্ট অপশনে ক্লিক করুন ।
প্রশ্নঃ মুল লিস্টে দেখালেও তথ্য অনুসন্ধানে দেখাচ্ছে না অথবা বার কোডের সাথে তথ্য মিলছে না ।
উত্তরঃ স্কিনশট অথবা আপনার তথ্য মেইল করুন infomrg2022@gmail.com
প্রশ্নঃ নাম বা কোন তথ্য ভুল এসেছে কি করব
উত্তরঃ যে কোন নতুন তথ্য সংযোজনের জন্য অথবা বিদ্যমান তথ্য পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করুন ।
প্রশ্নঃ যে কোন জেলা বা বিভাগের তথ্য এক সাথে অনুসন্ধান করব কি ভাবে ।
উত্তরঃ এই ক্ষেত্রে মেনু বারে তথ্য অনুসন্ধান এ ক্লিক করুন ।
যে কোন পরামর্শ অথবা যে কোন সমস্যায় আপনার বিস্তারিত নাম ঠিকানা সহ infomrg2022@gmail.com মেইল করলে খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ।

কপিরাইট ©আইসিটি সেল , আইন ও বিচার বিভাগ কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত , কারিগরি সহায়তায় আরাফাত উর রহমান , সহকারী প্রোগ্রামার আইন ও বিচার বিভাগ