লাইসেন্স ফি

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯ এ দুই ধরনের লাইসেন্স ফি পরিশোধের বিধান রয়েছে-

১। লাইসেন্স প্রাপ্তির সময় প্রদানকৃত ফি,
২। বাৎসরিক ফি।

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯ এর ৬ বিধির ৮ উপবিধিতে বলা হয়েছে-

উপবিধি (৮) নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে নিম্নবর্ণিত হারে লাইসেন্স ফি পরিশোধ করিতে হইবে, যথাঃ⎯

(ক) সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ১০,০০০/- (দশ হাজার) টাকা;

খ) সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকার ক্ষেত্রে⎯

(অ) জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ২০০০/- (দুই হাজার) টাকা;

(আ) জেলা সদরের বাহিরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ৭০০/- (সাতশত) টাকা;

(ই) ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা।

বিধি ৭। বাৎসরিক ফি।⎯(১) এই বিধিমালার অধীন লাইসেন্সপ্রাপ্ত প্রত্যেক নিকাহ রেজিস্ট্রারকে প্রতি বৎসরের ৩১ মার্চ এর মধ্যে নিম্নবর্ণিত হারে কোন সরকারী ট্রেজারী বা সাব-ট্রেজারীতে “কোড নং- ১-২১৬১-০০০০-১৮৫৪, বাৎসরিক ফি”- খাতে বাৎসরিক ফি জমা প্রদান করিয়া উহার মূল কপি সরকারের নিকট দাখিল করিবে, যথাঃ⎯

(ক) সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা;

(খ) জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ১০০০/-(এক হাজার) টাকা;

(গ) জেলা সদরের বাহিরে অবস্থিত পৌরসভা এলাকার ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা; এবং

(ঘ) ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ১০০/-(একশত) টাকা।

২) উপ-বিধি (১) এর বিধান অনুসারে কোন নিকাহ রেজিস্ট্রারের বাৎসরিক ফি জমা প্রদান না করিলে উহা এই বিধিমালার লংঘন হিসাবে গণ্য হইবে।

মন্ত্রীর বাণী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ জনবল সমৃদ্ধ  আইন ও বিচার বিভাগ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পেশাদারিত্বের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।  সরকারের পরবর্তী ভিশন ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ বাস্তবায়নেও আইন ও বিচার বিভাগ প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে চালু করা হয়েছে বিবাহ-তালাক পোর্টাল (https://marriage.gov.bd)। আমি এটা জেনে খুশি যে, এ
(বিস্তারিত দেখুন)
সচিবের বাণী
বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত সেবা দ্রুত জনগণের দরজায় পৌঁছানোর জন্য আইন ও বিচার বিভাগ বদ্ধ পরিকর। দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে নতুন শিল্প বিপ্লব শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে সেবা সহজীকরণের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক, এম.পি মহোদয়ের সরাসরি পৃষ্ঠপোষকতায়  আইন
(বিস্তারিত দেখুন)